৩৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি

  24-02-2017 02:00AM

পিএনএস: ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূচি অনুযায়ী, ১২ মার্চ থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

এতে বলা হয়েছে, প্রার্থীদের ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হবে না। পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।

গত ৭ ফেব্রুয়ারি বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হন ৫ হাজার ৯৯০ জন।

বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৮০ জনকে নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

গত বছরের ৮ জানুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। একই বছরের ১০ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১৩ হাজার ৮৩০ জন।

গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শেষ হয় ৬ সেপ্টেম্বর এবং পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হয় ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন