পথশিশুদের জন্য চলচ্চিত্র উৎসব

  28-02-2017 08:42PM

পিএনএস: সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতা করার জন্য দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজন্ম’। আগামী বুধবার বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ উৎসব শুরু হবে।

আজ মঙ্গলবার সংগঠনটির প্রচার সম্পাদক মো. মীর গালিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উৎসবে মোট চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে। প্রতিদিন বিকেল ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায় চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এর টিকিট মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা এক টিকিটে চারটি চলচ্চিত্রই দেখতে পারবেন বলেও উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে অবস্থিত টিকিট বিক্রির বুথে এবং প্রদর্শনকালীন মিলনায়তনের সামনে বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

প্রজন্মর সভাপতি মোস্তাফিজুর রহমান অনিক বলেন, চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে পথশিশুদের সহযোগিতা করাই আমাদের উদ্দেশ্য। আশা করি প্রদর্শনীতে অংশগ্রহণ করে সবাই পথশিশুদের পাশে দাঁড়াবেন।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন