সংঘর্ষের পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

  02-03-2017 05:25PM

পিএনএস ডেস্ক: রাজধানীর বসুন্ধরায় আন্দোলনরত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর কামরুল ইসলাম জানান, আজ সব ক্লাস পরীক্ষা সাসপেন্ড। আগামীকালও (শুক্রবার) একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার একাডেমিক কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে। শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে নিরাপত্তারক্ষীদের পিটুনিতে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার হাসনাত তপুর আহত হওয়ার ঘটনায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বিক্ষোভ করছেন তার সহপাঠীরা। সকাল থেকে দুই ঘণ্টা প্রগতি সরণি অবরোধ করে রাখার পর দুপুর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় তারা বিক্ষোভ ও ভাংচুর শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের সামনের একটি ক্যাফেটেরিয়ার পাশাপাশি বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত কয়েকটি ব্যাংকে ভাংচুর করতে দেখা যায়। এর আগে বসুন্ধরা আবাসিক এলাকার সংলগ্ন যমুনা ফিউচার পার্কের সামনে দায়িত্ব পালনকারী ট্রাফিক সার্জেন্ট সজীব জানান, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা প্রগতি সরণি অবরোধ করে রাখে ছাত্ররা। পরে নর্থ সাউথের প্রক্টর ও পুলিশ এসে ছাত্রদের সঙ্গে আলোচনা করে তাদের এখান থেকে উঠিয়ে দেয়। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার ভেতরে ছাত্ররা এখনো বিক্ষোভ করছে বলে জানান ওই সার্জেন্ট।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন