দাবি আদায়ে ফের রাস্তায় গার্হস্থ্য অর্থনীতি কলেজ শিক্ষার্থীরা

  13-03-2017 12:52PM

পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজকে বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে আজ সোমবার ফের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নেন করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) তারা সড়কেই অবস্থান করছেন। তাদের অবরোধের কারণে মিরপুর রোড, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেটের ১ নম্বর গেটের পাশের রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে আছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যাবেন না বলে জানিয়েছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, অনেক দিন ধরে তারা গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে আন্দোলন করছেন। এর আগেও একাধিকবার ইনস্টিটিউট করার দাবিতে আন্দোলন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানকে ইনস্টিটিউটের আওতায় আনতে হলে সহশিক্ষা কার্যক্রম চালু করতে হবে। পরে সহশিক্ষা কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

শিক্ষার্থীরা বলেন, স্মারকলিপি দেয়ার সময় তাদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাই তারা রাস্তায় নেমেছেন।

এর আগে একই দাবিতে ১১ মার্চ তারা সড়ক অবরোধ করেছিলেন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন