মহাসমাবেশের ডাক দিলেন গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীরা

  15-03-2017 05:28PM

পিএনএস ডেস্ক: গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি দেয়ার দাবিতে বৃহস্পতিবার মহাসমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার পূর্বঘোষিত অবরোধ শেষে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার টানা তৃতীয় দিনের মতো চলে এ অবরোধ। এ সময় আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এর আগে বেলা সোয়া ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত নিউমার্কেট মোড়ের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টা থেকে নিউমার্কেট মোড়ে মহাসমাবেশ শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবি জানিয়ে আসছিল মেয়েদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি। কয়েক মাস আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকে রেখেও দাবি জানিয়েছিলে তারা। কিন্তু সরকার কোনো উদ্যোগ না নেয়ায় গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন