শাবিপ্রবিতে বর্জ্যপানি ব্যবস্থপনায় সেমিনার

  20-03-2017 09:44PM

পিএনএস: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্জ্যপানি ব্যবস্থাপনাবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পানি দিবস উপলক্ষে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিইই) ও বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ যৌথভাবে এই সেমিনারের আয়োজনে করে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ‘সি’-এর ৩২১ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ তথা বিশ্বে শিল্পায়নের ক্রমবর্ধমান বিকাশের ফলে শিল্প বর্জ্যপানি পরিবেশে উন্মুক্ত হচ্ছে। এর ফলে প্রাকৃতিক পরিবেশ ব্যাপক ক্ষতির মুখে। পানিদূষণ রোধ করতে ও পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য সরকার, শিল্প প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি সচেতন নাগরিকদের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন তাঁরা।

সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভূঁইয়া, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপের সহসভাপতি এইচ এস মোজাদ্দাদ, সিইই বিভাগের প্রধান মুশতাক আহমদ, সহযোগী অধ্যাপক মিসবাহ উদ্দিন প্রমুখ।

এ ছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন