ঢাবি সাদা দলের আহ্বায়ক কমিটি গঠন

  20-03-2017 09:57PM

পিএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে এক বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটির আহ্বায়ক হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আব্দুর রশিদ ও ঢাবির সিনেট সদস্য এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

বিষয়টি নিশ্চিত করেছেন সাদা দলের সদ্য বিদায়ী আহ্বায়ক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম। তিনি জানান, আজ রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে নতুন আহ্বায়ক কমিটি সাক্ষাৎ করবেন।

বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক লাউঞ্জে প্রায় দুই ঘণ্টাব্যাপী সাদা দলের এক সভা হয়। এতে সভাপতিত্ব করেন সাদা দলের সদ্য সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক মো. লুৎফর রহমান, ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ড. মো. মোশাররফ হোসেন ভূইয়া, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ড. মোহাম্মদ হাসানুজ্জামান, ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক মো. মোহেদী হাসান খান, রাশিদ মাহমুদ, মো. আলমগীর হোসেন, এএএম কাওসার হাসান, ড. এএসম সালাহউদ্দিন, দেবাশীষ পাল, ইসরাফিল রতন প্রামাণিক, ড. মো. জসিম উদ্দিন, শাহ শামীম আহমেদ, ড. দিলীপ কুমার বড়ুয়া, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, আফরিন চৌধুরী, অধ্যাপক মো. মাহফুজুল হক, মো. নূরুল আমিনসহ প্রায় শতাধিক শিক্ষক।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন