‘ঢাবি’র অধীনে কতটি বিদ্যালয় থাকতে পারে’

  24-04-2017 07:12PM

পিএনএস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কতটি বিদ্যালয় অধিভুক্ত থাকতে পারে তা জানাতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৪ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে বোর্ডের মতামত চাওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ) সালমা জাহান স্বাক্ষরিত পত্রে নীলক্ষেত হাইস্কুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে বোর্ডের কাছে জানতে চায় মন্ত্রণালয়।

শিক্ষা বোর্ডকে নির্দেশনা দেওয়া ওই পত্রে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কতটি বিদ্যালয় অধিভুক্ত থাকতে পারে, বর্তমানে কতটি বিদ্যালয় অধিভুক্ত রয়েছে এবং নীলক্ষেত হাইস্কুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার বিষয়ে যৌক্তিকতা উল্লেখ করে মতামত পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’


পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন