এসএসএসি'তে বরিশাল বোর্ডের দুই স্কুলে কেউ পাস করেনি

  04-05-2017 04:51PM

পিএনএস, বরিশাল ব্যুরো: এসএসএসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের দুটি বিদ্যালয় থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। এ দুটি বিদ্যালয় থেকে মোট ৫৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

অন্যদিকে বোর্ডের ৮৭টি স্কুলের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।

পাসের হারে শূন্য স্কুল দুটি হলো- ভোলার লালমোহন উপজেলার বালুরচর দালালবাজার মাধ্যমিক বিদ্যালয় এবং বানারীপাড়া উপজেলার ডব্লিউএসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়। বালুরচর দালালবাজার মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪৭ জন এবং ডব্লিউএসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ জন পরীক্ষায় অংশ নিয়েছিল।

এ প্রসঙ্গে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম বলেন, ওই বিদ্যালয়ের কর্তৃপক্ষকে কারণ দর্শনোর নোটিশ দেয়া হবে। এর জবাব পাওয়ার পর প্রতিষ্ঠান দুটির ব্যাপারে বোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন