নিজস্ব নীতিমালায় ভিকারুননিসায় ভর্তি

  17-05-2017 08:31AM



পিএনএস ডেস্ক: একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা স্থগিত করেছে হাইকোর্ট। ফলে তাদের নিজস্ব নীতিমালায় পরীক্ষার মাধ্যমে একাদশে শিক্ষার্থী ভর্তি করতে পারবে এ কলেজটি।

মঙ্গলবার দুপুরে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে ২০১৭ সালের এইচএসসি ভর্তির নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ।

গত ১০ মে দেশের সকল সরকারি-বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তির জন্য জারি করা ওই নীতিমালা অনুযায়ী ভিকারুননিসা কলেজে ভর্তি কার্যক্রম পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিট আবেদনটি করেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন