জবির শতবর্ষী কৃষ্ণচূড়া হঠাৎ ভেঙে পড়ল

  18-05-2017 10:41AM

পিএনএস ডেস্ক:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শান্তচত্বরে অনেক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বিশালাকৃতির কৃষ্ণচূড়া গাছটি কোন কারণ ছাড়াই উপড়ে পড়েছে। বুধবার কোন ঝড়-বৃষ্টি ছাড়াই বিকট শব্দে ভেঙে পড়ে গাছটি। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও গাছের নিচে রাখা কয়েকটি মোটরবাইক ও রিকশা ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জেষ্ঠ্য নিরাপত্তা কর্মী সেলিম খান জানান, তিনি ৩৭ বছর ধরে এ শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন। চাকরি শুরু করার আগ থেকেই এ গাছটিকে দেখে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে কাত হয়ে পড়ে গাছটি। তখন কোন ঝড়ও ছিল না। গাছের নিচে অনেকেই দাঁড়িয়ে ছিল। তবে বড় গাছ হওয়ায় পড়তে সময় লাগে। ততক্ষণে মানুষজন নিরাপদ স্থানে সরে যায়।

তবে রাস্তাঘাটের উন্নয়ন কাজের সময় গাছের শেকড় কাটা পড়ায় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন