পবিপ্রবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে নিজেদের মধ্যে সংঘর্ষে আহত ১০

  22-05-2017 10:17AM

পিএনএস, প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে নিজেদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

জানা গেছে, পবিপ্রবিতে লোডশেডিংয়ের ঘটনায় ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। একারণে শিক্ষার্থীরা গত ১৮ মে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পবিপ্রবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এব্যাপারে পটুয়াখালী বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বললে তারা জানান দুমকির ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের চাপে পবিপ্রবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি জানাজানি হলে এনিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। পবিপ্রবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের একটি অংশ দুমকির ছাত্রদের দোষারোপ করেন। এনিয়ে ফেইসবুকেও তাদের নানাভাবে সমালোচনা করে স্ট্যাটাস দিতে থাকেন।এদিকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুমকির শিক্ষার্থীরাও এনিয়ে ফেইসবুকে পাল্টা কমেন্ট ও সমালোচনা করতে থাকেন। ফেইসবুকে কমেন্ট পাল্টা কমেন্ট নিয়ে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে বিরোধ বাড়তে থাকে।

সুত্রে জানাগেছে,ওই বিরোধের জের ধরে রোববার রাতে পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. আনিসুজ্জামান আনিস এবং সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদ রিমনের ইন্ধনে কামরুজ্জামান সুমন, সাগর, বাদল, আরিফ, তানিম, পলক, রিফাতের নেতৃত্বে ২৫-৩০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুমকি উপজেলার ১০ জন শিক্ষার্থী আহত হন।
হামলায় আহতরা হলেন, পবিপ্রবির সাংবাদিক নাঈম হোসেন, আলামিন, লিপ্ত, সোহেল, অভি, হাসান, নিলয়, শাকিল, মশিউর প্রমুখ। এদের মধ্যে গুরুতর আহত আলামিন ও নাঈমকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পবিপ্রবির প্রক্টর পূর্ণেন্দু বিশ্বাস সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন