রুয়েটে ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর

  15-06-2017 03:11AM

পিএনএস ডেস্ক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

চলতি শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া কোনো পরিবর্তন আনা হয়নি। গত বছরের নিয়মেই চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

বুধবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রুয়েট ভিসি অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক মোহা. আব্দুস সোবহান, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. শামীমুর রহমান প্রমূখ ।

এবার রুয়েটের ১২টি বিভাগে মোট ৮১৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। ভর্তি পরীক্ষায় গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ের প্রতিটি থেকে ১০০ নম্বর করে ৩০০ নম্বর এবং ইংরেজি বিষয়ে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হবে।

তবে আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের অতিরিক্ত ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশ নিতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব তথ্য রুয়েটের ওয়েবসাইটে (http://www.ruet.ac.bd) পাওয়া যাবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন