বেরোবিতে সিন্ডিকেটের ৫৩তম সভা অনুষ্ঠিত

  16-07-2017 09:37PM

পিএনএস, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবি) ৫৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় মিনিটে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও।

সদ্য যোগদানকারী বর্তমান উপাচাযের্র এটিই সিন্ডিকেটের প্রথম সভা। উপাচার্য ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় আলোচ্যসূচিতে অর্ন্তভূক্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলী, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর সভায় সচিবের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠিত সিন্ডিকেটে ২০ জন কর্মকর্তাকে প্রমোশন-আপগ্রেডেশন দেওয়া হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তির তারিখ (২৬-৩০ নভেম্বর) অপরিবর্তিত থাকে। বিশ্ববিদ্যালয়ের আরো বেশ কিছু কাজের অনুমোদন চূড়ান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে।

উল্লেখ্য যে, গত জানুয়ারি মাসে সাবেক উপাচার্য ড. একে এম নূর-উন-নবীর সময়ে শেষ সভা ছিলো ৫২ তম সিন্ডিকেট। এর পর দীর্ঘ পাঁচমাসেও কোনো সিন্ডিকেট সভা ডাকা হয়নি বলে জানা গেছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন