অংশগ্রহণ বাড়লেও পাশের হার কমেছে মাদ্রাসা বোর্ডে

  24-07-2017 12:18AM

পিএনএস ডেস্ক: মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়লেও কমেছে পাশের হার। একইভাবে গতবারের তুলনায় জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে।

এবার পাশের হার ৭৭ দশমিক ০২ শতাংশ, যা গতবার ছিল ৮৮ দশমিক ১৯ শতাংশ।আগের তুলনায় এবার পাশের হার ১১ দশমিক ১৭ শতাংশ কম।

রোববার প্রকাশিত ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে।

এতে দেখা গেছে, এবার আলিম পরীক্ষায় অংশ নিয়েছে ৯৬ হাজার ৮০২ জন। গত বছর এ সংখ্যা ছিল ৮৯ হাজার ৬০৩ জন।

গতবারের তুলনায় এবার ৭ হাজার ১৯৯ জন বেশি পরীক্ষায় অংশ নিয়েছে।

অপরদিকে এবার পাশ করেছে ৭৪ হাজার ৫৬১ জন, যা গত বছর ছিল ৭৯ হাজার ২০ জন।
গত বছরের তুলনায় এবার ৪ হজার ৪৫৯ জন কম পাশ করেছে। একই চিত্র দেখা গেছে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও।
এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮১৫ জন, যা গত বছর এ সংখ্যা ছিল ২ হাজার ৪১৪ জন।

অর্থাৎ গত বছরের তুলনায় এবার ৫৯৯ জন কম।এবার জিপিএ ৪ থেকে ৫ এর কম পেয়েছে ১৭ হাজার ৯৫৬ জন, জিপিএ ৩.৫ থেকে ৪ পেয়েছে ২০ হাজার ৯৪৮ জন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন