ইবির আল-হাদীস বিভাগের বিদায় অনুষ্ঠান

  25-07-2017 05:22AM



পিএনএস ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯তম (মাস্টার্স) ব্যাচের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় থিওলোজি অনুষদের ৪০৩ নং সভাকক্ষে এই বিদায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষদীয় ডিন প্রফেসর ড. এ বি এম ফারুক।

বিভাগের সভাপতি প্রফেসর ড. নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ২০১১-১২ শিক্ষাবর্ষের অধ্যয়নরত শিক্ষার্থী হাসান ইয়াহইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. আ খ ম ওয়ালীউল্লাহ।

এছাড়াও শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখেন বিভাগের প্রফেসর ড. সেকেন্দার আলী, প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান, প্রফেসর ড. আ ন ম ইকবাল হোসাইন, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. মোজাহিদুর রহমান, প্রফেসর ড. জাকির হোসাইন, প্রফেসর ড. শফিকুল ইসলাম, প্রফেসর ড. আ হ ম নুরুল ইসলাম প্রমুখ।

প্রফসর ড. সৈয়দ মাকসুদুর রহমান শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, “মা ও মাটির সাথে কোন দিন বেঈমানি করবে না। যে বা যারা এটা করবে তারা কোন দিন সফল হতে পারবে না।”

বিভাগের সভাপতি প্রফেসর ড. নাসির উদ্দীন বলেন, “তোমরা ছিলে আমাদের বিভাগের এক একটি আলোর প্রদীপ। আশা করবো তোমরা যেখানেই যাবে যেটাই করবে সেখানে জ্ঞানের আলো ছড়িয়ে দিবে।”

প্রধান অতিথিরি বক্তব্যে অনুষদের ডিন প্রফেসর ড. এ বি এম ফারুক বলেন, “যে জাতি তাদের মৌলিক শিক্ষা ও নৈতিকতা থেকে দূরে সরে যাবে তাদের ধ্বংস অনিবার্য। শিক্ষার উদ্দ্যেশ্য শুধু জীবিকা নয়।”

বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী অনুষদের ফার্স্ট ক্লাস ফাস্ট আতিকুর রহমান। এছাড়াও উসমা আহমদ, রাশেদুন নবী রাশেদ, নাজিউর রহমান, ওবায়দুল্লাহ আরিফ, নূর হোসাইন, ফিরোজ আল মামুন বিদায়ী বক্তব্য রাখেন। এছাড়াও অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে মানপত্র পাঠ করেন আব্দুল্লাহ আল মামুন, বক্তব্য রাখেন ফাহাদ হোসাইন।

বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেন বিভাগের শিক্ষকরা। পরে ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। সকলের মুখে বিদায়, বন্ধু বিদায়। যেখানে থাকিস ভালো থাকিস বলে অনুষদ থেকে চলে যায়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন