শিক্ষকদের সাথে হাতাহাতি

  30-07-2017 02:42AM

পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে সিনেট ভবনের সামনে বিক্ষোভকালে শিক্ষকদের সঙ্গে প্রগতিশীল ছাত্রজোটের কর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষকসহ চার শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায়।

শনিবার বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ফটকের কাছে এ ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

আহত শিক্ষকের নাম রাকিবুল হাসান। তিনি ঢাবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের প্রভাষক। শিক্ষকের বাম হাতের একটি আঙুল ভেঙে গেছে বলে জানা যায়।

এদিকে প্রগতিশীল ছাত্রজোটের পক্ষ থেকে তিন শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছে। এ পর্যন্ত আহতদের নাম পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ জানান, সিনেট অধিবেশনের বিরোধিতা করে প্রগতিশীল ছাত্রজোটের সদস্যরা যখন সিনেট ভবনের ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। সেসময় রাকিবুল হাসান ও ক’জন শিক্ষক তাদের বাধা দেন। তখন শিক্ষক ও শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে শিক্ষক রাকিবুল হাসানের বাম হাতের একটি আঙুল ভেঙে যায়। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ডাকসু নির্বাচনের পর ঢাবির উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে আজ বিকেল পৌনে ৪টার দিকে সিনেট ভবনের সামনে বিক্ষোভ শুরু করে প্রগতিশীল ছাত্রজোট। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিনেট ভবনের ফটক ভেঙে ভেতরে ঢোকেন এবং শিক্ষকদের সঙ্গে ধাক্কাধাক্কি করেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন