জটিল রোগে আক্রান্ত মেডিকেল ছাত্রী মলিকে বাঁচাতে এগিয়ে আসুন

  09-08-2017 02:32PM

পিএনএস ডেস্ক : মোহসেনা ফেরদৌসি মলি। খুলনা মেডিকেল কলেজের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অর্থাৎ ফাইনাল ইয়ারের শিক্ষার্থী সে। অর্থাৎ ২০১৮ সালে জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ফাইনাল প্রফ দিলেই সে ডাক্তার। যে মেয়েটি মানবসেবার ব্রত নিয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চেয়েছিল, সেই মেয়েটি আজ ‘‘Focal Segmental Glomerulosclerosis with IgA Nephropathy with Vasculitis’’ নামক জটিল ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার প্রাথমিক চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষে এই ব্যয়ভার বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে।

তাই সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমরা "মোহসেনা ফেরদৌসি মলি" এর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য কামনা করছি। আমরা কখনোই চাই না অর্থের অভাবে বিনা চিকিৎসায় একটি মেধাবী ছাত্রী অকালে মৃত্যুবরণ করুক। বিশেষ করে সমাজের উচ্চস্তরের মানুষদের প্রতি আমাদের এই বোনের জন্য বড় ধরণের কিছু সাহায্য প্রত্যাশা করছি।

কেননা ইতোমধ্যেই তার অাপন ছোট ভাইয়ের Guillain Barre syndrome (GBS) এর চিকিৎসার জন্য গত ৪ মাসে প্রায় ২৫ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। তার ছোট ভাই এখনো BSMMU এর কেবিন ব্লক, HDU বেড নং-9 এ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ কারনেই মলির চিকিৎসার ব্যয়ভার তার পরিবারের পক্ষে বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

তাই তাঁর চিকিৎসার জন্য সবাইকে এগিয়ে আসার বিনীত অনুরোধ করছি। আমাদের প্রত্যেকের অল্প কিছু সাহায্যই পারবে মলিকে সুস্থ করে তুলতে, সুস্থ অবস্থায় অামাদের মাঝে ফিরিয়ে অানতে, তাঁর স্বপ্ন পূরণ করতে। অামরা সবাই ব্যক্তিগতভাবে কিংবা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্ঠা করি যেন মলি সুস্থ হয়ে, ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে ইনশাআল্লাহ।

যেকোন প্রকার তথ্যের জন্য যোগাযোগঃ
01920-106806
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বিকাশঃ 01920106806 এবং 01951915207
ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংঃ
019201068069 এবং 019519152070
অগ্রণী ব্যাংকঃ (খুলনা মেডিকেল কলেজ শাখা)
0200004460414

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন