শিবির সন্দেহে একজনকে পিটিয়ে পুলিশে দিল ঢাবি ছাত্রলীগ

  11-08-2017 01:53PM

পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ মুসলিম হলে জামায়াতে ছাত্র সংগঠন শিবিরের কর্মী সন্দেহে একজনকে পিটিয়ে পুলিশে দিয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১০ থেকে সাড়ে তিনটা পর্যন্ত হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা শিবির সন্দেহে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। এদের মধ্যে মুজাহিদুল ইসলাম জাহিদ নামে ওই ছাত্রকে শিবির কর্মী হিসেবে শনাক্ত করা হয়।

সলিমুল্লাহ মুসলিম হল শাখার ছাত্রলীগের সভাপতি তাহাসান আহমেদ রাসেল জানান, জাহিদ ছাড়া বাকি সবাইকে ছেড়ে দেয়া হয়।

গত ৭ আগস্ট সিলেটের জালালাবাদে দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগের দুই কর্মী মারাত্মক আহত হন। এদের মধ্যে কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে ফেলার পর মদন মোহন কলেজ ছাত্রলীগের কর্মী সিলেট সদর উপজেলার পীরপুর টুকেরবাজারের শাহীন আহমদের হাত কেটে ফেলতে হয়।

এই ঘটনার জন্য শিবিরকে দায়ী করেছে ছাত্রলীগ। আর ৯ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে শিবিরের বিরুদ্ধে ‘অ্যাটাকে’ যেতে নির্দেশ দেন সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন