বেরোবিতে ক্যারিয়ার অপরচুনিটি ইন বিজনেস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  12-08-2017 08:47PM

পিএনএস, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)মার্কেটিং বিভাগের উদ্যোগে ক্যারিয়ার অপরচুনিটি ইন বিজনেস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত মার্কেটিং বিভাগের গ্যালারি রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

মার্কেটিং বিভাগে এমবিএ-তে অধ্যয়নরত চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে উক্ত সেমিনারে মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান শেখ মাজেদুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ফ্যাকাল্টি মেম্বার ও অতিরিক্ত রেজিস্ট্রার অবসর প্রাপ্ত মেজর মো: মিজানুর রহমান এবং একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান মো: মোহাম্মদ বিন আমীন উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তাগণ বাংলাদেশের প্রেক্ষাপটে পেশার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচানা করেন। এসময় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ফ্যাকাল্টি মেম্বার ও অতিরিক্ত রেজিস্ট্রার মেজর মো: মিজানুর রহমান শিক্ষার্থীদেরকে চাকুরি খোঁজার চেয়ে চাকুরি দেয়ার মানসিকতা তৈরি করতে উদ্যোক্তা হওয়ার আহবান জানান।

সেমিনারের এমবিএ চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন