দিনাজপুর শিক্ষা বোর্ড প্লাবিত, পরীক্ষার খাতাসহ কাগজপত্র নষ্ট

  14-08-2017 01:02PM

পিএনএস ডেস্ক:অব্যাহত বন্যার পানিতে তলিয়ে গেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের গোডাউনে পানি ঢুকে পরীক্ষার খাতাসহ অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে গেছে।

সোমবার (১৪ আগস্ট) সকালে দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আহমেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষাবোর্ডের গোডাউনে পানি ঢুকেছে। এতে অনেক কাগজপত্র নষ্ট হয়েছে।

এ জেলার বন্যার পরিস্থিতি চরম অবনতি হয়েছে। জেলায় বন্যার পানিতে একই পরিবারের ৩ জনসহ মোট ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দিনাজপুর-পার্বতীপুর রেল রুটের বিভিন্ন জায়গা বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ঘটনা এড়াতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বিভিন্ন এলাকা সড়ক তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।

জেলার পুনর্ভবা নদীতে ৮০ সে.মি এবং আত্রাই নদীতে ৮৫ সে.মি বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন