বেরোবি’র দ্বিতীয় সিনেট অধিবেশন আগামী ১১ সেপ্টেম্বর

  20-08-2017 11:15PM

পিএনএস, বেরোবি প্রতিনিধি : রংপেুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সিনেটের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হবে।

আজ রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিনেট সচিব মুহাম্মদ ইব্রাহীম কবীর মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার সিনেট সদস্যদের অধিবেশনের বিষয়টি অবহিত করে আহ্বানপত্র প্রেরণ করা হয়েছে।

অধিবেশনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশসহ বিশ্ববিদ্যালয়ের সমস্যা, সমাধান ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় আলোচনা হতে পারে। তবে সদস্য হিসেবে এবারও ফাঁকা থাকছে ট্রেজারার এর পদ। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের সময় কোষাধ্যক্ষ্য ( ট্রেজারার) মোজাম্মেল হক এর মেয়াদ শেষ হয়ে গেলে আর কোনো ট্রেজারার নিয়োগ দেওয়া হয়নি।চার বছর ধরে শূন্য রয়েছে এ পদটি।

বর্তমান উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ গত ১৪ জুন বিশ্ববিদ্যালয়ে চতুর্থ উপাচার্য হিসেবে যোগদানের পর এটিই তার মেয়াদকালে প্রথম সিনেট অধিবেশন ।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ৭ বছর পর ২০১৬ সালের ২ জুলাই সাবেক উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর-উন-নবীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ে প্রথম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন