কুবির শিক্ষক মাহবুবুল হকের বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার

  21-08-2017 07:51PM

পিএনএস, কুমিল্লা প্রতিনিধি : শোক দিবসে ক্লাস নেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবুল হক ভূইয়াকে দেওয়া এক মাসের বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার করে নিয়েছে কুবি কর্তৃপক্ষ। শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন ও দেশব্যাপি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার ফলে সোমবার এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । কুবির রেজিষ্টার মোঃ মজিবুর রহমান এ বিষয়টি জানিয়েছেন।

গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ক্লাস নেয়ার অভিযোগে তুলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার বহিষ্কারের দাবিতে মঙ্গলবার উপাচার্যকে স্মারকলিপি প্রদান করে শাখা ছাত্রলীগ। পরে ওই শিক্ষকের বহিস্কারের দাবিতে প্রশাসনিক ও একাডেমিক ভবন গুলোতে তালা লাগিয়ে বিক্ষোভ করে। এতে দুই দিনে ১৯টি বিভাগে ক্লাস অনুষ্ঠিত হতে পারেনি। এতে বুধবার ১১টি ও বৃহস্পতিবার ৯ টি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে ছাত্রলীগের দাবির মুখে ওই শিক্ষককে বাধ্যতামূলক এক মাসের ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সাথে ঘটনা তদন্তে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।


এদিকে শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনের বাধ্যতামূলক ছুটির সিদ্ধান্ত জানার সাথে সাথে ছুটি প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ। ১৭ আগষ্ট সন্ধ্যা ৬টায় উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশরাফ কার্যালয় থেকে বাসবভনে যাওয়ার জন্য জীপে উঠলে তার জীপ ঘিরে ধরেন শিক্ষক নেতারা। তারা মাহবুবুল হকের ছুটি প্রত্যাহারের দাবিতে উপাচার্যের জীপের সামনে ও পিছনে দাঁড়িয়ে থাকেন। এ সময় উপাচার্যপন্থী শিক্ষকদের সাথে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের নেতাদের সাথে বাকবিতন্ডা হয়। ২০ আগষ্ট ওই শিক্ষকের ছুটি প্রত্যাহারের দাবিতে উপাচার্যকে নিজ কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি শিক্ষকরা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন