ঢাবি অধিভুক্ত ৭টি কলেজের ভর্তি পরীক্ষা ডিসেম্বরে

  01-09-2017 02:08AM

পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সম্মান ভর্তি পরীক্ষা ১, ২ এবং ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

অনলাইনের মাধ্যমে এ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৬ অক্টোবর থেকে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি সংক্রান্ত এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা ১ ডিসেম্বর শুক্রবার, ২ ডিসেম্বর শনিবার বাণিজ্য অনুষদভুক্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা এবং ৮ ডিসেম্বর শুক্রবার বিজ্ঞান অনুষদভুক্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু ১৬ অক্টোবর সোমবার এবং শেষ হবে ১৪ নভেম্বর মঙ্গলবার।
ভিসি দফতর সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত এ সভায় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ জে এম শফিউল আমল ভূইয়া, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশীদসহ অধিভূক্ত কলেজগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।তে বলা হয়, ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন