অধিভুক্ত ৭ কলেজের অনার্সের ফল প্রকাশের দাবি

  14-09-2017 02:54PM

পিএনএস ডেস্ক: ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ২০১১-১২ সেশনের অনার্স ৪র্থ বর্ষের ফলাফল ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে এ দাবি জানান।

মানববন্ধনে তিতুমীর কলেজের হাসিবুর রহমান বলেন, ‘২০১১-১২ সেশনে আমাদের পরীক্ষা শেষ হলো অনেক দিন। পরীক্ষার ফলাফল দেবে বলে আমরা ঢাবির নতুন ভিসির কাছে গিয়েছিলাম কিন্তু তিনি আমাদের কোনও সান্ত্বনামূলক কথা না বলে তাড়িয়ে দিয়েছেন।’

এদিকে ঢাকা কলেজের শান্ত বলেন, ‘আমরা অনেক দিন ধরে কলেজের অধ্যক্ষকে বলছি ‘স্যার আমাদের পরীক্ষার ফল কবে হবে? তিনি বলেন, আমি এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলতে পারছি না।’

ইডেন কলেজের ছাত্রী মাহমুদা বলেন, ‘আমাদের পেছনে বেশ কয়েকটি ব্যাচ ভর্তি হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় যে সময়ের মধ্যে আমাদের অনার্স শেষ করানোর কথা ছিল সেটা আর সম্ভব হল না।’

মাহমুদা আরো বলেন, ‘এভাবে আমাদের লেখাপড়ার সংকট চলতে থাকলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবো।’

সাধারণ শিক্ষার্থী জামিল হোসেন, শেখন লাল, মনসুর আলমসহ অনেকে অভিযোগ করেন, ‘আমাদের ১১-১২ সেশনের শিক্ষার্থীদের ফলাফল আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করার জন্য অনুরোধ করছি। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে।’

মানববন্ধনে ইডেন কলেজের আফরিন, তিতুমীর কলেজের জাকির হোসেন, ঢাকা কলেজের পলাশসহ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন