নিরাপত্তার দাবিতে টানা তৃতীয় দিনেও মমেক শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  18-09-2017 08:35PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হোস্টেলের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প স্থাপনসহ ৬দফা দাবীতে ৩য় দিনের মতো ক্লাস বর্জন অব্যাহত রেখেছে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান ফটকে ঝুলিয়ে দেয়া তালা খুলে দেয়ার পাশাপাশি অবস্থান কর্মসূচি তুলে নিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি মেনে নেয়ার আশ্বাসেও ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা।

মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান জানান, আগামী সাত দিনের মধ্যে কর্তৃপক্ষ আমাদের সকল দাবি বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দিয়েছেন। ফলে আমরা অবস্থান ধর্মঘট তুলে নিয়েছি। দাবি বাস্তবায়ন হলেই ক্লাসে ফিরে যাবেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য যে, শহরের বাঘমারা এলাকায় অবস্থিত ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র হোস্টেলের সেপটিক ট্যাংক থেকে গত ১৪ সেপ্টেম্বর বিকালে জাহাঙ্গীর নামে এক স্থানীয় কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তার দাবি তুলে ৬ দফা দাবি পেশ করে আন্দোলনে নামে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন