রাবিতে ছাত্রলীগের বিরুদ্ধে শিবিরের মামলা

  22-09-2017 06:24AM

পিএনএস ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে শিবিরের নেতা-কর্মীদের ছাত্রলীগের মারধরের ঘটনায় ছাত্রলীগের ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির।

বৃহস্পতিবার রাবি শিবিরের সাহিত্যবিষয়ক সম্পাদক নাবিউল ইসলাম বাদী হয়ে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ৩২৩, ৩২৪, ৩২৫ ও ৩২৬ ধারায় এ মামলা দায়ের করেন।

মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি মাহফুজ আল আমিন, শাদীদ মুনতাসির এলাহী, বরজাহান আলী, আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুস্ময়, চঞ্চল কুমার অর্ক, আবিদ আহসান লাবন, মেহেদী হাসান মিশু, দফতর সম্পাদক আবুল বাশার, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হক, সহ-সম্পাদক আরমান কায়সার আবিরসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু জানান, শুনেছি ছাত্রলীগের বিরুদ্ধে শিবির মামলা করেছে। আদালত বন্ধ থাকায় মামলার বিষয়ে বিস্তারিত জানতে পারিনি। শিবির মামলা-হামলা করে ছাত্রলীগকে প্রতিহত করতে পারবে না। শিবিরকে প্রতিহত করতে ছাত্রলীগ সর্বদা প্রস্তুত রয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন