ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, জালিয়াতির অভিযোগে আটক ৩

  22-09-2017 04:07PM

পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর বাইরের ৭০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। শুক্রবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষায় ২ হাজার ৩৬৩ আসনের বিপরীতে ৩২ হাজার ৭৪৯ আবেদনকারী অংশ নেন।

অর্থাৎ প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ১৪ শিক্ষার্থী।

এদিকে পরীক্ষায় জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী। তিনি গণমাধ্যমকে জানান, ফেসবুকের মাধ্যমে পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে জালিয়াতির চেষ্টার অভিযোগে তিনজনকে বৃহস্পতিবার রাতে আটক করেছে প্রক্টরিয়াল টিম।

পুলিশের সহায়তায় ওই চক্রের হোতাকে ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন