এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ৭২ ঘণ্টার মধ্যে

  07-10-2017 12:07PM

পিএনএস ডেস্ক: ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ৩৪টি কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে গোয়েন্দা পুলিশ কয়েকজনকে আটক করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ বলেছেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সরকারি মেডিক্যাল কলেজে ৩ হাজার ৩১৮ এবং বেসরকারি মেডিক্যাল কলেজে ৬ হাজার ২০৫ সহ মোট ৯ হাজার ৫৬৮টি আসন রয়েছে। এসব আসনে ভর্তির জন্য ৮২ হাজার ৮৫৬ শিক্ষার্থী আবেদন করে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল সকালে এমবিবিএস পরীক্ষার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং ভবিষ্যতে ডাক্তার হিসেবে ভূমিকা রাখবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন