ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ২৩.৩৭

  18-10-2017 03:36PM

পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক' ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী এবার পাশের হার ২৩.৩৭ শতাংশ।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস কক্ষে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফলে বলা হয়, এ বছর ‘ক’ ইউনিটে ১৭৬৫টি আসনের বিপরীতে ৮৯৫০৮ জন আবেদনকারীর মধ্যে ৮২৪৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ১৯২৬৭ জন পরীক্ষার্থী। অর্থাৎ পাশের হার ২৩.৩৭%।

উপাচার্য বলেন, এবছর ক ইউনিটে সিট সংখ্যার চেয়ে ১০ গুণ বেশি পরীক্ষার্থী পাশ করেছে।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১.৩০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) গিয়ে পরীক্ষার ফলাফল জানতে পারবে। তাছাড়া, যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU KA ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি এসএমএস-এ ফলাফল জানা যাবে।

পাশকৃত সকল শিক্ষার্থীদের আগামী ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে Choice Form পূরণ করতে হবে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন