ঢাবির ৭ কলেজের সম্মান শ্রেণিতে ২৫ অক্টোবর থেকে ভর্তি শুরু

  22-10-2017 05:28PM

পিএনএস ডেস্ক:আগামী ২৫ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তার কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আগামী ২৫ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটায় এক অনুষ্ঠানে এ ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে অধিভুক্ত সরকারি সাত কলেজের ওয়েবসাইটও উদ্বোধন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজগুলো হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন