নোবিপ্রবির ভর্তি পরীক্ষা; কেন্দ্র খুঁজেতে সহজ উপায়

  03-11-2017 07:32AM



পিএনএস ডেস্ক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ ও ৫ নভেম্বর। আপনারা ইতোমধ্যে জেনেছেন, কার কোন কেন্দ্রে পরীক্ষা। এই প্রতিবেদনের মাধ্যমে কোন কেন্দ্রে কিভাবে যেতে হবে তা জানিয়ে দেওয়া হল।

কেন্দ্রগুলো এই পাঁচ স্থান থেকে চিহ্নিত করবো-
১. চৌরাস্তা
২. মাইজদী বাজার
৩. মাইজদী কোর্ট
৪. পৌর বাজার
৫. সোনাপুর

নোয়াখালী হচ্ছে এক রাস্তার শহর। তাই, আপনি যে গাড়ি করে আসবেন সেই গাড়িকে এই নামগুলো বললেই নামিয়ে দেবে।আর কেন্দ্র চিনতে ট্রাফিক পুলিশ অথবা পথচারীর সাহায্য নিবেন উল্লেখিত ৫টি পয়েন্টে পৌঁছাবার পর।

১. কেন্দ্রের নাম:- সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালী।
কিভাবে যাবেন:- নোয়াখালী চৌরাস্তা নেমেই দেখবেন পাশেই এই স্কুল। তাই এই স্কুলে যাদের সিট পড়েছে মোটামুটি সুবিধা পাবেন চিনতে।

২. কেন্দ্রের নাম : বেগমগঞ্জ পাইলট হাই স্কুল
কিভাবে যাবেন:- চৌরাস্তা নেমে পূর্বদিকে ১০ মিনিট হাঁটলেই এই স্কুল। চাইলে রিকশায়/অটোতে ও যাওয়া যাবে।

৩. চৌমুহনী সরকারী এস.এ কলেজ
কিভাবে যাবেন : -চৌরাস্তা থেকে সিএনজি/অটোতে পূর্ব দিকে চৌমুহনী। রেল লাইনে নেমে রিক্সায় ২০-২৫ টাকা ভাড়ায় কলেজে নিয়ে যাবে

৪. কেন্দ্রের নাম:- জালাল উদ্দিন কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী।
কিভাবে যাবেন:- চৌরাস্তা থেকে ২০০ গজের মধ্যেই এই কলেজ। চৌরাস্তা নেমে যে কেউ কে বললেই দেখিয়ে দেবে। হেঁটেই যাওয়া যাবে।

৫. কেন্দ্রের নাম :- নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
কিভাবে যাবেন:- জালাল উদ্দিন কলেজের অপর পাশেই এই কেন্দ্রটি।

৬. কেন্দ্রের নাম: বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড
কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী
কিভাবে যাবেন:- চৌরাস্তা থেকে ১৫০-২০০ মিটার। অটো করে ৫ টাকা। রিকশায় ১৫ টাকা নেবে। যে কেউ চিনিয়ে দেবেন। চাইলে হেঁটেও যাওয়া যাবে।

৭. কেন্দ্রের নাম: একলাশপুর উচ্চ বিদ্যালয়,বেগমগঞ্জ, নোয়াখালী।
কিভাবে যাবেন:- চৌরাস্তা থেকে অটো ১০ টাকা নিবে, রিকশা ২০-২৫ টাকা নেবে আর বাস নেবে ৫ টাকা। হেঁটে আসা যাবে না।

৮. কেন্দ্রের নাম :-একলাশপুর ফাজিল মাদ্রাসা, বেগমগঞ্জ, নোয়াখালী
কিভাবে যাবেন :- একলাশপুর উচ্চ বিদ্যালয়ের একেবারে নিকটেই অত্র কেন্দ্রটি।

০৯. কেন্দ্রের নাম :-নোয়াখালী কারিগরি প্রশিক্ষন কেন্দ্র,গাবুয়া
কিভাবে যাবেন :- চৌরাস্তা থেকে সরাসরি মাইজদীর দিকে (দক্ষিণে) বাসে/সিএনজিতে উঠে হেল্পারকে বললেই নামিয়ে দেবে। মেইন রাস্তার একেবারে পাশেই ১০/২০ টাকা ভাড়া নেবে।

১০. কেন্দ্রের নাম: মাইজদী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মাইজদী, নোয়াখালী।
কিভাবে যাবেন:- মাইজদী বাজার নেমে হেঁটে যেতে হবে। ৭-১০ মিনিট লাগবে। যে কেউ কে বললে চিনিয়ে দেবে।

১১. কেন্দ্রের নাম: অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয়, মাইজদী, নোয়াখালী।
কিভাবে যাবেন:- মাইজদী বাজার নেমে হেঁটে যেতে হবে।রাস্তার পাশেই ২-৩ মিনিট লাগবে।

১২. কেন্দ্রের নাম: মাইজদী বালিকা বিদ্যানিকেতন, মাইজদী বাজার, নোয়াখালী।
কিভাবে যাবেন : মাইজদী বাজার নেমে হেঁটে যেতে পারবেন। চাইলে রিকসা নিতে পারেন, ১০ টাকা ভাড়া নেবে।

১৩. কেন্দ্রের নাম :-মোশাররফ গ্রামার স্কুল
কিভাবে যাবেন:- মাইজদী বাজার থেকে অটো/সিএনজি/রিকশাতে করে নতুন বাসস্টান্ড নেমে পশ্চিম দিকে ২ মিঃ হাঁটলেই পাওয়া যাবে। ভাড়া : ০৫-১০

১৪. কেন্দ্রের নাম: এম এ রশিদ উচ্চ বিদ্যালয়, মাইজদীকোর্ট, নোয়াখালী।
কিভাবে যাবেন:- মাইজদী কোর্টের হসপিটাল রোড/সোনালী ব্যাংকের সামনে নেমে হেঁটে যেতে হবে। ২-৩ মিনিট লাগবে।

১৫. কেন্দ্রের নাম: প্রাইমারী টিচার্চ ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), মাইজদীকোর্ট, নোয়াখালী।
কিভাবে যাবেন:- মাইজদী কোর্ট নেমে হেটে যাবে, ৪-৫ মিনিট লাগবে। মেইন রোডের পাশেই।

১৬. কেন্দ্রের নাম : পুলিশ কেজি স্কুল
কিভাবে যাবেন:- মাইজদী সোনালী ব্যাংক/আমানিয়া হোটেলের সামনে নেমে পূর্ব দিকে ২মি. হাঁটলেই পাওয়া যাবে

১৭. কেন্দ্রের নাম: নোয়াখালী সরকারি মহিলা কলেজ, মাইজদী কোর্ট, নোয়াখালী।
কিভাবে যাবেন:- মাইজদী কোর্ট এর বড় মসজিদ মোড় নেমে রিকশা নিতে হবে, ২০-২৫ টাকা ভাড়া।

১৮. কেন্দ্রের নাম: নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, মাইজদী কোর্ট,নোয়াখালী।
কিভাবে যাবেন:- মাইজদী কোর্ট এর বড় মসজিদ মোড় নেমে রিকসা নিতে হবে, ১৫-২০ টাকা ভাড়া।

১৯. কেন্দ্রের নাম: নোয়াখালী জিলা স্কুল, মাইজদী কোর্ট, নোয়াখালী।
কিভাবে যাবেন:-মাইজদি কোর্ট, রাস্তার পাশেই। বললেই দেখিয়ে দেবে বা নেমেই দেখবেন।


২০. কেন্দ্রের নাম: আল ফারুক একাডেমি, মাইজদীকোর্ট, নোয়াখালী।
কিভাবে যাবেন:- পৌর বাজার নামতে হবে। তারপর হেটে ৪-৫ মিনিট লাগবে।

২১. কেন্দ্রের নাম : নোয়াখালী পাবলিক কলেজ
কিভাবে যাবেন:- মাইজদী বড় মসজিদ মোড়ে নেমে পশ্চিম দিকে ৩-৪ মিনিট হাঁটলেই পাওয়া যাবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন