নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বে ৩৯ জন

  07-11-2017 10:27PM

পিএনএস : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

এবার প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৯ নভেম্বর ‘AL’ ইউনিট, ২০ নভেম্বর ‘AP’ ইউনিট, ২১ নভেম্বর ‘B’ ইউনিট, ২২ নভেম্বর ‘C’ ইউনিট এবং ‘ÔD’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

‘AL’ ইউনিটে ১১৫টি আসনের বিপরীতে আবেদন করেছে চার হাজার ৪৯২ জন। ‘AP’ ইউনিটে ১৬৫ আসনের বিপরীতে আবেদন করেছে এক হাজার ৫৩৩ জন। ‘B’ ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছে ১০ হাজার ৮১৫ জন। ‘C’ ইউনিটে ১৫০টি আসনের বিপরীতে আবেদন করেছে সাত হাজার ১৩৪ জন। ‘D’ ইউনিটে ৪২০টি আসনের বিপরীতে আবেদন করেছে ১৪ হাজার ৫৪৭ জন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক এএইচএম কামাল জানান, এ বছর বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ইউনিটের আওতায় ১৯টি বিভাগে ৯৮০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৮ হাজার ৫২১টি। একটি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নেবে ৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন