মধ্যরাতে শেষ হচ্ছে বেরোবি ভর্তির আবেদন প্রক্রিয়া

  10-11-2017 12:06PM


পিএনএস ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের সময়সীমা শুক্রবার (১০ নভেম্বর) মধ্যরাতে শেষ হচ্ছে।

মুঠোফোনে টেলিটক সিমের মাধ্যমে ২০ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া শুরু হয়। আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

এ বিষয়ে শুক্রবার সকালে বিশবিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর জাগো নিউজকে জানান, শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান), ইঞ্জিনিয়ারিং কোর্স এবং বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় ছয়টি অনুষদের ২১টি বিভাগের মোট ১ হাজার ৩১৫টি আসনের বিপরীতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন