জাবি বিশ্ববিদ্যালয়ে বোমা মারার হুমকি!

  10-11-2017 02:38PM

পিএনএস ডেস্ক:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে উড়ো চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। বুধবার চিঠিটি হাতে পেলেও শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি প্রকাশ করে। চিঠির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে উপাচার্য জানিয়েছেন।

চিঠিতে উল্লেখ আছে ‘৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে প্রশাসনে রদবদল করা না হলে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. ফারজনা ইসলাম বলেন, ‘চিঠিতে বলা হয়েছে আমার প্রশাসনিক কার্যক্রম ভালো না। প্রশাসনকে ৫-৯ তারিখের মধ্যে ঢেলে সাজাতে হবে। নইলে বোমা দিয়ে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়া হবে। ৯ তারিখ তো গতকাল (বৃহস্পরিবার) চলে গেল।’

তিনি বলেন, ‘চিঠিতে উল্লেখ আছে যে, আমাদের অজ্ঞাতেই ওই দুটি প্রশাসনিক ভবনে টাইম বোমা ফিট করা হয়েছে। চিঠি পাওয়ার পরপরই আমরা পুলিশকে জানিয়েছি। জিডি করেছি। পুলিশ ভবন দুটি তল্লশি করার কথা জানিয়েছে।’

ভিসি আরো বলেন, ‘আমরা আতঙ্কিত নই। তারপরও দায়িত্বের জায়গা থেকে পুলিশকে জানিয়েছি। এখন অনেক কিছুই হতে থাকবে। সামনে যেহেতু সিনেট ইলেকশন আছে।’

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন