শাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে জানবেন

  21-11-2017 02:59PM

পিএনএস ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) এর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় ফলাফল প্রকাশ করা হয়। এর আগে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের কাছে ফলাফল হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি আবদুল গণিসহ সংশ্লিষ্টরা।

ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো. মহিবুল আলম জানান, সোমবার রাতে ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার ফলাফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST RESULT ROLL লিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস করতে হবে।


এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করা অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sust.edu/admission) পাওয়া যাবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। এবছর ২৮টি বিভাগে মোট ১ হাজার ৬৮৯টি আসনের বিপরীতে আবেদন করে ৫২ হাজার ২৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮৪ শতাংশ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

পিএনএস: জে এ মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন