বেরোবিতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওরিয়েন্টেশন সভা

  23-11-2017 08:57PM

পিএনএস, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ এর সভাপতিত্বে গত বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন পরিচালক (চলতি দায়িত্ব) এবং ডিউটি রোস্টার ও কন্ট্রোল রুম উপ-কমিটির সদস্য সচিব মোহাম্মদ রফিউল আজম খান-এর সঞ্চালনায় এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রভোস্টবডি এবং প্রক্টরিয়ালবডির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৬ থেকে ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার জন্য ওরিয়েন্টেশন সভায় ভর্তি পরীক্ষায় কক্ষ পরিক্ষকগণের নির্দেশাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন