ইবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

  06-12-2017 11:36AM


পিএনএস, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় ভিসির অফিস কক্ষে এ ফল প্রকাশ করা হয়।

‘ডি’ ইউনিটের সমন্বয়কারী প্রফেসর ড. মো. শামসুল আলম এবং ওই ইউনিটের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর কাছে এ ফলাফল হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা।

প্রকাশিত ফল অনুযায়ী, ‘ডি’ ইউনিটে ২৫০ আসনের বিপরীতে আবেদনকারী ১৬ হাজার ৭০২ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১২ হাজার ৪৬১ জন। এতে উপস্থিতির শতকরা ৪৫ ভাগ ভর্তিচ্ছু কৃতকার্য হয়েছে।

এ ছাড়া পরীক্ষার ফল ও মেধা তালিকায় সাক্ষাৎকারের তারিখ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) পাওয়া যাবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন