বন্ধের ৪৭ দিন পর খুলছে ডুয়েট

  11-12-2017 10:48AM

পিএনএস ডেস্ক:গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) টানা ৪৭ দিন বন্ধের পর একাডেমিক কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বর শুরু হচ্ছে। এ দিন সকাল ৮টায় আবাসিক হল খুলে দেওয়া হবে।

রোববার ডুয়েট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ ডিসেম্বর বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিআর্ক প্রোগ্রামের সকল বর্ষের চলতি সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হবে।

গত ৩১ অক্টোবর রাতে পরীক্ষা পেছানোর দাবিতে ক্যাম্পাস অফিস ও শিক্ষকদের আবাসিক এলাকায় ভাঙচুর করে শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন। পরে সাত সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলে ৬ ডিসেম্বর ডুয়েটের বোর্ড অফ ডিসিপ্লিনের সভায় আট শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং জরিমানা করা হয়।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন