বেবেরোবিতে ‘গবেষণা পদ্ধতি: পরিপ্রেক্ষিত পুলিশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  12-12-2017 08:59PM

পিএনএস, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে ‘গবেষণা পদ্ধতি : পরিপ্রেক্ষিত পুলিশ’শীর্ষক ইনস্টিটিউটের ২৩তম সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে এ সেমিার সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ আনুষ্ঠানিকভাবে সেমিনারটির উদ্বোধন করেন।

ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. প্রসন্নজিৎ সরকার এর সঞ্চালনায় সেমিনাটিতে প্রধান আলোচক ছিলেন রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) এম মাহবুব আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু বকর সিদ্দীক।

সেমিনারটির উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন ‘এ ধরনের প্রতিটি সেমিনারেরই সমান গুরুত্ব রয়েছে। সেমিনার গুলো ইন্সটিটিউটের গবেষকদের নানাদিক থেকে সহায়ক ভূমিকা পালন করবে এবং একই সাথে গবেষক, শিক্ষক এবং শিক্ষার্থীদের সক্ষমতা বাড়িয়ে দেবে ।’

প্রধান আলোচক গবেষণা পদ্ধতির সাথে আইন-শৃঙ্খলার বিষয়সহ গবেষণা পদ্ধতির ভিন্ন ভিন্ন দিকগুলো আলোচনার মাধ্যমে তাঁর বক্তব্যে তুলে ধরেন । ২৩তম সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর রিসার্চ ফেলোসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং ইন্সটিটিউট এর কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন