‘মাদ্রাসা হওয়ায় সরকার দাবির বিষয়ে গুরুত্ব দিচ্ছে না’

  14-01-2018 02:01PM

পিএনএস ডেস্ক: মাদ্রাসা হওয়ায় সরকার দাবির বিষয়ে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো. রুহুল আমিন।

রোববার সকালে তিনি প্রতিবেদককে বলেন, ‘১৪ দিন হলো আমরা আন্দোলন করছি। সরকারের দিক থেকে এখনো কোনো সাড়া পাইনি।’

এক প্রশ্নের জবাবে রুহুল আমিন বলেন, ‘আমার ধারণা, এখানে আমরা যারা অনশন করছি, সবাই মাদ্রাসা শিক্ষক। এজন্য অবহেলার শিকার হচ্ছি।’

তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কষ্ট উপলব্ধি করবেন এবং জাতীয়করণের ব্যবস্থা করবেন।

আন্দোলনকারীরা জানান, দেশে প্রায় সাড়ে ৮ হাজার ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে, যার শিক্ষক-কর্মকর্তারা কোনো বেতন-ভাতা পান না। আর ১ হাজার ৯০০টি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে, যারা সরকারের কাছ থেকে অল্প বেতন পেয়ে থাকেন।

মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রোববার ষষ্ঠ দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছেন শিক্ষকরা। অনশনে এ পর্যন্ত ১৬৪ জন অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে চারজন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।

সরেজমিনে সকালে দেখা যায়, ৬ দিন ধরে অনশনের কারণে অধিকাংশ শিক্ষকক শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। অন্তত ২৪ জনের শরীরে স্যালাইন দেওয়া হয়েছে।

গত ১ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি আদায়ে অবস্থান ধর্মঘট পালন করে মাদ্রাসার শিক্ষকেরা। এরপর গত ৯ জানুয়ারি থেকে তারা আমরণ অনশন পালন করছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন