এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

  17-02-2018 09:31PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : আগামী ২ এপ্রিল অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে শনিবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত মানববন্ধন করে পরীক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গাইবান্ধা সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী নাভিদ নেওয়াজ ও আহমেদ শাকিব, বিজ্ঞান বিভাগের রাফসান রাজন, মেহেদী বেগ, নাহিয়ান-বিন-ওবায়েদ প্রমুখ।

বক্তারা বলেন, আগামি ২ এপ্রিল চলতি বছরের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। কিন্তু এবছর গুরুত্বপুর্ণ বাংলা দ্বিতীয়পত্র, পদার্থ, গণিত, হিসাব বিজ্ঞান, অর্থনীতি বিষয়ের পরীক্ষার আগে ছুটি নেই। ফলে পরীক্ষার্থীদের প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়েছে। অথচ ব্যবহারিক পরীক্ষার আগে ছুটি দেওয়া হয়েছে। তাই ব্যবহারিক পরীক্ষার আগে দেওয়া ছুটি কমিয়ে লিখিত পরীক্ষার আগে দিতে হবে। এতে করে পরীক্ষার্থীরা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে। বক্তারা শিক্ষামন্ত্রীর কাছে তাদের সমস্যা সমাধানের দাবি জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন