বেরোবিতে ছয়দিন ব্যাপী গুনগুন-রণন বইমেলা শুরু আগামীকাল

  24-02-2018 03:40PM

পিএনএস, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুনগুন-রণন এর যৌথ প্রয়াসে ২য় বারের মতো ছয়দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে গুনগুন-রণন বইমেলা -২০১৮।

আগামীকাল রবিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে বইমেলাটির শুভ উদ্বোধন করবেন রংপুর সিটি কর্পোরেশন (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

বইমেলাটি আগামীকাল (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ২ মার্চ রাত ৮ টা পর্যন্ত চলবে বলে জানান মেলার উদ্যোক্তা ও গুনগুন এর সভাপতি ওমর ফারুক।

তিনি জানান, গত বছর শুরু হওয়া মেলায় ১৬ টি স্টল থাকলেও এবার গুণগুণ, রণন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস), বাঁধন, উদীচী শিল্পীগোষ্ঠী,বিজ্ঞান চেতনা পরিষদ, দুয়ার, বিভাগীয় লেখক পরিষদ, পাতা প্রকাশ, বাবুই প্রকাশনী, বই তরঙ্গ প্রকাশনী, প্রজন্ম ২১, আইডিয়া প্রকাশনী, আদি প্রকাশনী, বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার স্কুল, রিভারাইন পিপল( বেরোবি), বিতর্ক চর্চা কেন্দ্রসহ মোট ২২ টি সংগঠন ও প্রকাশনীর স্টল থাকবে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত মেলায় প্রতিদিন বিকাল ৩ টায় থাকছে বিভিন্ন গ্রন্থ নিয়ে পুস্তক পর্যালোচনা প্রতিযোগিতা, বিকাল ৪ টা ও ৫ টায় পরিবেশিত হবে বাঁধন, রণন, ব্রুডা,উদীচী, বিতর্ক চর্চা কেন্দ্রসহ বেশ কিছু সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা।

২ মার্চ সন্ধ্যা ৬ টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ছয়দিন ব্যাপী মেলার পরিসমাপ্তি ঘটবে।প্রতিদিন চলমান বই মেলার সার্বিক তথ্য পরিসেবার দায়িত্বে থাকছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ( বেরোবিসাস)।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন