কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থান

  25-02-2018 01:55PM



পিএনএস ডেস্ক: বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সকল সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় বিরাজমান কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় পাঁচ দফা জানিয়েছেন তারা।

রোববার সকাল ১১টায় শাবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের হাজারো শিক্ষার্থী অংশ নেয়।

এ সময় শিক্ষার্থীদের বিপুল সমাগমে জনসমুদ্রে পরিণত হয় শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

একই দাবিতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে বলে জানা যায়।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে- কোটা ব্যবস্থার সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে খালি থাকা পদগুলোতে মেধাবীদের নিয়োগ দেয়া, কোনো ধরনেরে বিশেষ পরীক্ষা না নেয়া, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা এবং চাকরির নিয়োগপরীক্ষায় কোটা সুবিধা একবারের বেশি ব্যবহার না করা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন