রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নদীকৃত্য দিবসে সাইক্লিং

  15-03-2018 05:16PM

পিএনএস, রাবি প্রতিনিধি : আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে ‘সাইক্লিং ফর রিভার' কর্মসূচি পালন করেছে রিভারাইন পিপল। গত বুধবার বিকেল পাঁচটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা রিভারাইন পিপলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তালাইমারির পদ্মা নদী পর্যন্ত সাইক্লিং করেন। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা করে এসময় জনগণকে নদী বিষয়ে সচেতন করেন তারা।

শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক ও নদী গবেষক অধ্যাপক আবু হানিফ শেখ। নদীর প্রতি তরুণ প্রজন্মের এই আবেগ ও ভালবাসা দেখে তিনি আনন্দ প্রকাশ করে বলেন, ‘নদীকে বাঁচাতে দরকার তরুণ প্রজন্মের অংশগ্রহণ আর সামাজিক আন্দোলন। শুধু নদী বিষয়ে গবেষণা ও অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে, মানব অস্তিত্ব রক্ষার্থে নদীর গুরুত্ব সবাইকে উপলদ্ধি করাতে হবে এবং সে দায়িত্ব পালন করতে তরুণ প্রজন্মকে।’

পরে তালাইমারিতে পদ্মা নদীর ধারে উপস্থিত লোকদেরকে নদী বিষয়ে সচেতন করেন তারা। এসময় নদী বিষয়ে আরো কথা বলেন, রিভারাইন পিপলের চেয়ারপারসন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদ পারভেজ রানা। তিনি নদী রক্ষায় সামাজিকভাবে সংগঠিত হবার প্রয়োজনীয়তার বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, ‘ব্যক্তি থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নদী রক্ষার আন্দোলনকে বেগবান করতে হবে। শুধুমাত্র সরকারকে দুশলেই সকল সমস্যার সমাধান হবে না; নাগরিক হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে নদীর জন্য আমাদের কি দায়িত্ব রয়েছে সেটিও বিবেচনা করা উচিৎ।’

শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রিভারাইন পিপলের কর্মী জাহিদুল ইসলাম তুষার ও শাহরিয়ার কনক। নদীর তীরে এসে শিক্ষক-ছাত্রছাত্রীদের এই ধরনের অনুষ্ঠান দেখে সাধারণ মানুষও জড়ো হতে থাকে। তারাও নদী বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য শুনতে থাকে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন