কুমিল্লা বোর্ডের নতুন চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া

  15-03-2018 10:30PM

পিএনএস : কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া। কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুজ জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া রবিবার কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে যোগদান করবেন।

মো. রুহুল আমিন ভূঁইয়া ১৯৯২ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এ কলেজে থাকাবস্থায় সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

২০০১ সালে তিনি চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। পরে ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত কুমিল্লা শিক্ষাবোর্ডে উপ-পরিদর্শক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন।

২০১০ সালে নোয়াখালীর চৌমুহনী সরকারি এস.এ কলেজে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।

এরপর একই সালের আগস্ট থেকে তিনি দীর্ঘ ৬ বছর ২ মাস সুনামের সাথে কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরে প্রফেসর পদে পদোন্নতি পেয়ে তিনি ২০১৬ সালের ৪ অক্টোবর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান পদে যোগদান করেন। একই বছরের ২৯ ডিসেম্বর তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন।

প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া ১৯৬২ সালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের মাহিনী গ্রামে জন্মগ্রহণ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন