রাবিতে ছাত্রলীগের মহড়া: কোটা সংস্কার আন্দোলন কারিদের বিক্ষোভ পণ্ড

  20-04-2018 07:42PM

পিএনএস, রাবি প্রতিনিধি : কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে সুফিয়া কামাল হল থেকে বের করে দেবার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিক্ষোভ মিছিল ছাত্রলীগের মহড়ার কারণে পণ্ড হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার সময় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি কমিটির বিক্ষোভ মিছিল বের করার কথা থাকলেও সংঘর্ষের আশঙ্কায় তা বের হয়নি।

পত্যক্ষদশীরা জানান, বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রন্থাগারের সামনে জড়ো হয়। আগে থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু নেতৃত্বে শতাধিক নেতাকর্মী গ্রন্থগারের চারদিকে মহড়া দিতে থাকে। পরিস্থিতি বিবেচনা করে আন্দোলনকারীরা সেখান থেকে চলে যায়। পরে ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ নেতাকর্মীরা গ্রন্থাগারের সামনে অবস্থান নেয়। এসময় ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী পাশ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে ‘উস্কানিমূলক’ নানা কথা বলতে থাকেন। ছাত্রলীগের কয়েকজন তাচ্ছিল্য করে বলেন, ‘আন্দোলনকারীরা সব কই গেলো?’, ‘এইভাবে চুপচাপ ঠিক জমছে না। সামনে আসো।’

এসময় রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়াকে এত সংখ্যক নেতাকর্মী নিয়ে গ্রন্থাগারের সামনে অবস্থান নেবার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘ছাত্রলীগের সবাইকে নিয়ে গ্রন্থাগারে পড়তে এসেছি।’ কিন্তু শুক্রবারে তো গ্রন্থাগার বন্ধ থাকে এমন কথার উত্তরে তিনি বলেন, ‘প্রয়োজনে গ্রন্থাগারের প্রশাসককে বলে আমরা গ্রন্থাগার খুলে নিবো।’

এর আগে বিকেল চারটায় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার আহবায়ক মাসুদ মোন্নাফসহ কয়েকজন নেতৃবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্ত্বরে বসেন রাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক। পরে তাদের আন্দোলন ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ রাখা ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ না করার জন্য নির্দেশ দেন।

এসব বিষয়ে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘যে ঘটনাটি ঘটেছে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিষয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করার তো কিছু নেই। সেজন্যই আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে এই বিষয়টিই বলেছি। পরে তারা আন্দোলন স্থগিত করে চলে গেছে।’

তবে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার আহবায়ক মাসুদ মোন্নাফকে ফোন করা হলে তিনি বলেন, ‘সবদিক বিবেচনায় কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।’ ছাত্রলীগের বিষয়ে কিছু জিজ্ঞেস করলে তিনি ফোন কেটে দেন।

উল্লেখ্য, বুধবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল থেকে বেশ কয়েকজন ছাত্রীকে বের করে দেয় হল প্রশাসন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন