২২ বছরের পদাপর্ণ রাবি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের

  19-07-2018 03:51PM

পিএনএস, রাবি প্রতিনিধি : ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে ২২ বছরে পদাপর্ণ করল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে থেকে এর বর্ণাঢ্য র‌্যালি বের করে সংগঠনটি। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

এর আগে র‌্যালির উদ্বোধন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বর্তমান সহ-সভাপতি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম গোস্বামী, এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানা,কার্যনির্বাহী সদস্য সংস্কৃত বিভাগের অধ্যাপক জুয়েলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আ স ম শিবলী শিহাব, দপ্তর সম্পাদ আজম খান, সাবেক সাধারণ সম্পাদক হাসান ঈমাম সুইটসহ সংগঠনটির অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংহতি জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল্লাহ্।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৯ জুলাই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে, ছাত্রদের ন্যার্য দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালক করে আসছে সংগঠনটি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন