এক কলেজে এক পরীক্ষার্থী, তাও ফেল

  20-07-2018 09:47PM

পিএনএস ডেস্ক : হাজী নূরুল ইসলাম কলেজ। এটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বুরাপাড়ায়। এ কলেজ থেকে এবছর মাত্র একজন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

এ বছর মিরপুর উপজেলায় এইচএসসি সাধারণ শাখা থেকে ১৩টি কলেজের ১ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৭৮ জন পাস করেন। গড় পাসের হার ৫৮.৬৩ শতাংশ।

এ বিষয়ে হাজী নূরুল ইসলাম কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম জানান, ২০০০ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে বর্তমানে তিনিসহ ১৭ জন শিক্ষক রয়েছেন। এখনো এমপিও হয়নি। বিনা বেতনে শিক্ষকরা পরিশ্রম করে চলেছেন। গত বছর এইচএসসি পরীক্ষায় দুজন অংশ নিয়ে একজন পাস করেছিলেন। এ বছর একজন পরীক্ষার্থী অংশ নেন। সে ফেল করেছে।

অধ্যক্ষ আরো জানান, কলেজে উচ্চ মাধ্যমিকে বর্তমানে ১৭ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে কলেজটিতে এ পর্যন্ত সরকারি কোনো সুযোগ-সুবিধা পায়নি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন