মায়ের কোলে চড়ে পরীক্ষা দিতে আসা সেই ছেলেটি পাস করেছে!

  25-09-2018 08:28PM

পিএনএস ডেস্ক :কিছুদিন আগে ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায়, ১৭/১৮ বছর বয়সী এক ছেলেকে কোলে করে পরীক্ষা কক্ষে পৌঁছে দিচ্ছেন তার মা। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদের অধীন 'খ' ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ঘটনা এটি। আজ মঙ্গলবার প্রকাশিত সেই পরীক্ষার ফলাফলে দেখা গেছে ফেল করেছে ৮৬ শতাংশ এবং পাস করা শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১৪ শতাংশ পরীক্ষার্থী। অথচ এই স্বপ্ল সংখ্যক শিক্ষার্থীদের মধ্যেও রয়েছে মায়ের কোলে চড়ে পরীক্ষা হলে আসা সেই হৃদয় সরকারও।

'খ' ইউনিটের ভর্তি পরীক্ষায় তার অবস্থান ৩৭৪০তম। মেধায় পাস করলেই কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটা পাওয়া যায়। আর তাই আশা করা হচ্ছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি বিষয়ে পড়ার সুযোগ পাবে।

জানা গেছে, হৃদয় সরকারের বাড়ি নেত্রকোনায়। সে হাঁটতে পারে না। এমনকি তার হাতের সব আঙ্গুলও কাজ করে না। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন ছেলেকে কোলে করে পরীক্ষার হলে পৌঁছে দেন তার মা। কলেজে থাকতেও প্রতিদিন মা তাকে ৪তলা করে উপরে উঠাতো আর নামাতো।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন